করোনা ভাইরাস : আতংক না।
অধিকাংশের ক্ষেত্রে এটা হবে হালকা জ্বর ১ বা ২ দিনের জন্য। সংগে কিছু কাশি।
জ্বরাটা বাইনারি। মানে খারাপ হলে একেবারে খারাপ করে ছেড়ে দেবে অল্প কিছু পার্সেন্ট লোকের জন্য। নয়তো আমি যা বললাম তাই অধিকাংশের জন্য।
আবার বলছি
অধিকাংশের ক্ষেত্রে এটা হবে হালকা জ্বর ২ দিনের জন্য। সংগে কিছু কাশি।
এর থেকে বেশি হলে হালকা জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা দুই দিনের জন্য।
এর থেকে বেশি হলে জ্বরের আগে ডাইরিয়া এর পর প্রচন্ড জ্বর দুই দিনের জন্য। দুই দিন পরে আপনি হাটতে পারবেন ইনশাল্লাহ।
এর থেকে বেশি খারাপ হলে আগে যা লিখেছিলাম সেরকম হবে।
অধিকাংশের আতংকের কিছু নেই।
বরং আল্লাহকে ভয় করি। জান্নাতে জ্বর, মাথা ব্যথা, ইনফেকশন বা অসুস্থ কেউ হবে না। কেউ মারা যাবে না। সময় গেলেও বৃদ্ধ হবে না।
জাজাকাল্লাহ।