উৎসাহিরা এখন মসজিদে নামাজ পড়বে নাকি ঘরে?
মাজহাবগত পার্থক্য দেখছি এতে :
হানাফি : মসজিদে।
সালাফি : ঘরে।
সংক্ষেপে বললাম। আপনি মিলিয়ে দেখেন দুই পক্ষের অধিকাংশ আলেম ও অনুসারিদের কথার সাথে মিলে কিনা।
কার মত "ঠিক" -- সেই ব্যপারে আমার আগ্রহ নেই।
কার মত "কি" -- সেই ব্যপারে আমার আগ্রহ আছে।