এখন আখিরুজ্জামানের কথা বলা খুবই বিপদজনক। মানুষ এমনি আতংকিত আছে। এর উপর এগুলো বললে আপনাকে ধরে জেলে দেবে। আমি যা বলি সেগুলো তাই শুধু হিন্টস দেই। আপনার যদি আগে থেকে জানা থাকে বর্ননাগুলো, তবে মিলাতে পারবেন এই ঘটনার সাথে হয়তো ঐ হাদিস।
দাজ্জাল আসার একটা লক্ষন হলো তার আগে মিম্বরে দাড়িয়ে ইমামদের দাজ্জালের কথা বলা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে কখনোও বলা হয় না, প্রায়। মসজিদুল হারামে ২০০০ এর দশকে একবার গিয়ে শুনেছিলাম দ্বিতীয় খুতবার পুরোটা ইমাম দাজ্জালের ব্যপারে সাবধান করেছিলেন। এখন কি জানি না।
তাই সব কথা বন্ধ। এটা একটা সময়ের লক্ষন।
FAQ : "আমি জানতে চাই।"
বই পড়েন।
"কোন বই?"
যে কোনো বই দিয়ে আরম্ভ করেন।
"আপনার কাছ থেকে জানতে চাই।"
ভাইরে এখন সময়ও নেই, উৎসাহও নেই।
"ফেসবুক করার মতো সময় তো বহু পান।"
কারো সাথে চ্যাট করি না বলে কিছু সময় পাই।
শান্তির খোজে আমি ফেসবুকে থাকি।
মনের জ্বালা যন্ত্রনা ঝেড়ে খোলাসা হতে।
কিন্তু মানুষের সাথে কথা আরম্ভ করলে জ্বালা বাড়বে।
"কিন্তু আমি আপনার পক্ষে, তর্কে যেতে চাই না।"
পক্ষে যারা ছিলো সবাই এখন তর্কে। এর শেষ নেই।