Post# 1584635866

19-Mar-2020 10:37 pm



ইতিহাসে মহামারি আর দূর্ভিক্ষ একসাথে আসে। ১৯২০-৩০ এ দুটোই একসাথে। ৭৪ এ একসাথে। আগে মিশর - আন্দালুস? একসাথে দুটো, স্টেটাস শেয়ার করেছি আজকে। ওমর রাঃ এর সময়? একসাথে, "সাহাবি ছাগল জবাই করে দেখে হাড় আর চামড়া ছাড়া আর কিছু নেই।"


মহামারি আর কখনো হবে না সবার ধারনা ছিলো। সেই যুগ শেষ। এত ঔষধ এন্টিবায়োটিক ভেক্সিন। মহামারির অন্ধকার যুগ আমরা ফেলে এসেছি। এর পর অবিশ্বাস্য ভাবে হটাৎ পুরো দুনিয়া এখন কাত।


পৃথিবীতে টনে টনে খাদ্য ফেলে দেয়া হয় প্রতি বছর। উৎপাদন সব সময় প্রয়োজনের থেকে বেশি। খাদ্য এখন প্রায় ফ্রি। আম্রিকার সরকার কৃষকদের টাকা দেয় প্রতি বছর যেন চাষাবাদ না করে সেজন্য।

দূর্ভিক্ষ আমরা পেছনে ফেলে এসেছি।

19-Mar-2020 10:37 pm

Published
19-Mar-2020