ক্লিয়ার রাখছি :
রাসুলুল্লাহ ﷺ মসজিদ বন্ধ করে ঘরে নামাজ পড়েছিলেন বৃষ্টির সময় -- ঠিক।
যেখানে মহামারি সেখানে যেতে নিষেধ করেছে -- ঠিক।
সাহাবিরা বেশি আবেগ না দেখিয়ে সেই জায়গা থেকে দৌড়ে গিয়ে মরূভুমিতে চলে যেতে বলেছেন -- ঠিক।
^^^ উপরের তিনটা একত্রিত করে মহামারির সময় মসজিদ বন্ধ করে দেয়ার উপর ফতোয়া -- ইসলামের ইতিহাসে এটা এই বছর আলেমদের নতুন ইজমা। যদিও এই মহামারির সমস্যা আদি, পুরানো।
আমাদের ফতোয়ার রেফারেন্স কিতাবে এরকম করার কথা বলা নেই, যদিও আগের যুগের সবাই এই সমস্যায় পড়েছিলো। তাই নতুন করে এখন প্রাইমারি সোর্স কোরআন-হাদিস খুলে আমরা ভিন্ন ইজমা আনছি।
^^^ এটা ভালো বলছি না। মন্দও বলছি না। নতুন বলছি।