মুসলিমদের সম্রাজ্যে প্লেগ-মহামারি সবসময় ছিলো। সেই প্রথম থেকে, ওমর রাঃ এর যুগ থেকে। এর পর উমাইয়া, আব্বাসি, কোন যুগে ছিলো না? প্রতি শহরে শহরে ছিলো, ইতিহাসের পাতায় পাতায় মহামারির কাহিনী ভরা। এই ১৯২০-৩০ সালের দিকেও কলেরা মহামারি ছিলো আমাদের এই দেশে।
কিন্তু এই কারনে মসজিদ জুম্মা বন্ধ করে দেয়া মুসলিমদের ইতিহাসে প্রথম। এর আগে কখনো হয়েছে বলে শুনি নি। এর উপর ফতোয়ায় না যে ঐ সময় মসজিদ-জুম্মা-জামাত বন্ধ করে দিতে হবে। যদি ফতোয়া হতো তবে আমরা আগেই শুনতাম ১৯২০ সালের কাহিনীর সাথে।
কিছু লোক মসজিদে যাবে না ঠিক আছে। যে অসুস্থ সে যাবে না ঠিক আছে। সুস্থ কিন্তু ভয় পায় সেও যাবে না ঠিক আছে। কিন্তু পুরো রাজ্যে মসজিদ বন্ধ করে জামাত বন্ধ করে দেয়া, জুম্মাও বন্ধ করা এটা ভিন্ন মাত্রা। নতুন সংযোজন।
"এত আবেগ ভালো না" "মানুষের ভালোর জন্য" "ধর্মের জন্য মানুষ নাকি মানুষের জন্য ধর্ম?" -- এগুলো নতুন ইজমা। আগের কোনো যুগের আলেমরা এই ইজমা করেন নি।
হাদিসের শেষ : "তখন তোমাদের সংখ্যা হবে অনেক, কিন্তু খড় কুটোর মতো ভেসে যাবে। কারন তোমাদের অন্তরে ওহান তৈরি হবে।"
"ওহান কি? ইয়া রাসুলুল্লাহ?" ﷺ
"দুনিয়ার মহব্বত, আর মৃত্যুর ভয়।"
ঠিক এই ওহান তৈরি হয়েছে এই যুগে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মুসলিম হবার পরে। মৃত্যুর ভয়। আমিও হয়তো ভিন্ন না।
আল্লাহ তায়ালা ক্ষমা করুন।
আমরা মাফ চাই।