৮০ সাল থেকে বই পড়া আরম্ভ করেছিলাম। আমরা এখন ৮০ সাল থেকে যত দূরে, ৮০ সাল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এর থেকে কাছে ছিলো। যদিও আমি তখন মনে করতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বাপ দাদাদের আমলের।
ঐ সময়ে দুর্ভিক্ষ, মহামারি বাংলায় লেগে থাকতো। আমি যে বইগুলো পড়তাম সেগুলো ছিলো তখন থেকে আরো ২০ বছর আগের ছাপানো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুগের বই।
হাদিসের বইয়ের টিকায় লিখা ছিলো : "আমরা গ্রামে গ্রামে খবর নিয়ে দেখেছি এই দুর্ভিক্ষে মসজিদে নিয়মিত নামাজি কেউ মারা যায় নি।"
নেক আমলে লেগে থাকি। এটা সময়।