Post# 1584462820

17-Mar-2020 10:33 pm


করোনা ভাইরাস সন্দেহ করলে বাসায় রেখে চিকিৎসা দিন। কোনো হাসপাতাল আপনার রোগি নিবে না, টেষ্টও করবে না, কিছু না। কাহিনীর লিংক কমেন্টে।

এর পর মেজেষ্ট্রেট আপনার বাসার গেটে এসে টাকা চাবে কারন বাংলাদেশের মহামারি আইনে বলা আছে হাসপাতালে না নিলে জরিমানা। যেটা সরকার গত সপ্তাহে জনগনকে মনে করিয়ে দিয়েছে। তখন ম্যজিষ্ট্রেটকে "খুশি" করে দিন। তারও বৌ বাচ্চা পরিবার আছে। এই ক্রাইসিসে সে চলবে কেমনে?

আপনার খুশি? আল্লাহর কাছে মৌজুদ রাখেন। উনি খুশি করবেন।

হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল।

আল্লাহ আমদের জন্য যথেষ্ট।
উনিই শ্রেষ্ঠ উকিল।

    Comments:
  • https://www.facebook.com/story.php?story_fbid=2850460265037388&id=100002203264218

17-Mar-2020 10:33 pm

Published
17-Mar-2020