Post# 1584431938

17-Mar-2020 1:58 pm


তবলিগ :

আজকে এক মসজিদে নামাজ পড়লাম। ফজরের পরে ডান দিকে তবলিগের এক দল তলিম করছে। বাম দিকে অন্য দল মাশওয়ারা। কষ্ট লাগলো। কিন্তু এটাই হয়তো আল্লাহর ফয়সালা। উনার ইচ্ছা।

মুশফিক স্যারের অনুসারিদের কথা চিন্তা করছিলাম। সবাই এখন নম্র আমলদার ফিতনা থেকে দূরে ইবাদতে লিপ্ত। কিন্তু উনারা যে কাকরাইলে লিফলেট বিতরন করলেন, মার খেলেন, জেলে গেলেন? এই সময় এখন এসে বুঝতে পারি যে কষ্ট উনারা করেছেন সে রকম প্রতিদান উনাদের পাবার আশা নেই। ফিতনা ছিলো। যার কোনো সোয়াব নেই। যে চুপ ছিলো সে দুনিয়াতেও বেচেছে আখিরাতেও বেচেছে।

কিন্তু এই কষ্টে তাদেরই পড়তে হয়েছে যারা স্যারের কাছের মানুষ ছিলো। স্যারকে মহব্বত করতো। নিকটবর্তিদের জন্য জরুরি ছিলো লিফলেট বিতরন। তাই শিক্ষা : নেতৃস্থানীয় লোকের কাছে যেতে হয় না। দূর থেকে অনুসরন করতে হয়।

যত অপরিচিত থাকা যায় এই সময়ে, তত নিরাপদ। আখিরাতে নিরাপদ, দুনিয়াতেও নিরাপদ। যত সাধারন লোক, যাকে কেউ চিনে না।

শিক্ষা সামনের জন্য।

17-Mar-2020 1:58 pm

Published
17-Mar-2020