অনেক পোষ্ট দিলাম করোনা ভাইরাস নিয়ে।
আশার বানীগুলো যে আশা শুনতে চায় তার জন্য।
ভয়ের কথাগুলো যে ভয়ের শুনতে চায় তার জন্য।
ব্যলেন্সটা কোন জায়গায় এটা অংকের ব্যপার, আবেগের ব্যপার না।
"আমার হইছিলো কিছু হয় নাই। সাইরা গেছে।"
"আমারও কিছু হয় নাই।"
"আমারও না। হায়রে মানুষ কি যে মিছা ভয় দেখায়!"
এমনও হবে। আবার,
"ইমরান চাচা মারা গেছে"
"রহিমউদ্দুন মুন্সিও"
"জরিনের মার অবস্থা খারাপ, হায়রে মানুষ কইছিলো করোনা নাকি সর্দি জ্বর!"
এমনও হবে।
^^^ উপরের সবগুলো আবেগের কথা। বাংগালি এগুলো পছন্দ করে। এগুলো থেকে কংক্লুশন এবং সত্য মিথ্যা টানে।
অংক হলো কত পার্সেন্ট ইনফেকটেড হলো। কত পার্সেন্ট মারা গেলো সেটার হিসাব। এগুলো বাংগালি বুঝে না। কিন্তু জোর গলায় তার কথাই সত্য এটা দাবি করতে পছন্দ করে।
সবাইকে খুশি রাখার উপায় নেই।
সত্য মাঝে, এর পরও মাধ্য বরাবর না।
দুনিয়াকে সে সেভাবে দেখতে পছন্দ করে, যতটুকু সে বুঝে।