Post# 1584394216

17-Mar-2020 3:30 am


করোনা ভাইরাস : আতংক না।

আল্লাহর ফায়সালার জন্য সন্তুষ্ট চিত্তে অপেক্ষা করি। যেটা উনি করেন সেটাই আমাদের জন্য ভালো।

বাহিরে সাবধান থাকি। কারন এটা নিয়ম, সুন্নাহ। আল্লাহর সন্তুষ্টি। আর অন্তরে উনি যাই করেন মেনে নেবার জন্য সাদরে অপেক্ষা করি।

ইয়ংদের মাঝে মৃত্যুর হার ০.২%। প্রতি হাজারে ২ জন মারা যাবে। এটা অনেকটা গত বছর ডেঙ্গুর মতো, যারা দেখেছে জানেন। কিন্তু পার্থক্য হলো মৃত্যুটা হবে চোখের সামেন যেহেতু হাসপাতালে কারো জায়গা নেই। এটা কষ্টকর। আর বৃদ্ধদের জন্য মৃত্যুহার অনেক বেশি।

আক্রান্ত হবে প্রায় সবাই। প্রচুর লোক সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এর পর দেখবেন প্রচুর লোক মারা যাচ্ছে। কিন্তু দেশ খালি হয়ে যাবে না। লোক এরকমই থাকবে। বাকি লোকদের জন্য পরের পর্বের পরিক্ষা।

ফায়সালার উপর সন্তুষ্ট থাকি। সবগুলো পরিক্ষা।

17-Mar-2020 3:30 am

Published
17-Mar-2020