Post# 1584388970

17-Mar-2020 2:02 am


ইরান :


প্রথম দিকে সবাই ছিলো সাহসী। মাজারে ভীড় করতে নিষেধ? সবাই দৌড়ে মাজারে যাচ্ছে। কিচ্ছু হবে না, মাজারের বরকতে। গ্রিলে শুধু হাত না জিহ্বা দিয়ে চেটে দেখাচ্ছে কিচ্ছু হবে না।

সরকার মাজার বন্ধ ঘোষনা করে। মাজার রক্ষিরা বন্ধ করতে অস্বিকার করে। মাজারই পারে আপনাকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। মাজারে যান।


সেটেলাইট থেকে দেখা যায় শুধু কবর খনন না। বরং ইরান "কোম" রাজ্যে যেখানে মাজারের সেন্টার সেখানে ট্রেঞ্চ খুড়ছে মেশিন দিয়ে। লম্বা গর্ত। সারিতে সারিতে লাশ দাফন করবে।

এর কিছু দিন পরে প্রতিটা শহরে এরকম ট্রেঞ্চ। সারিতে সারিতে লাশ দাফন।


৭৯ সালে খোমেনি সরকার ক্ষমতায় আসার পরে ইরান কখনো পশ্চিমের টাকা ঋন সাহায্য চায় নি। দরকার নেই। তাদের তেল আছে। এখন করোনাভাইরাসের জন্য ৫ বিলিয়ন ডলার ঋন সাহায্য চাইলো। প্রচুর ঔষধ, ইকুইপমেন্ট মাস্ক কিনতে হবে।


আজকে ভিডিও ইরানের মাজার এলাকা বিরান। কোনো লোক জন নেই।

17-Mar-2020 2:02 am

Published
17-Mar-2020