Post# 1584346021

16-Mar-2020 2:07 pm


করোনা ভাইরাস : কিছু আমল


সংক্ষেপে :

  • মিসওয়াক করি।
  • আতর ব্যবহার করি।
  • তাহাজ্জুদ পড়ি।


    নেটে জনপ্রীয় একটা উপদেশ, কিছু তরল খান গলা পরিষ্কার করতে। আর রশুন। এটা চীন দেশের আদি লিখায় আছে মহামারি থেকে বাচতে, পানির বদলে এক ঢোক মদ খেতে। রসুন নাকে ঢুকাতে।

    কিন্তু মদ হারাম। পিয়াজ রসুন মাকরুহ না, কিন্তু ফেরেস্তাদের দূরে রাখে।

    উল্টো আমার আমল :
    এলকোহলে গলা পরিষ্কারের উল্টো : প্রতি ওয়াক্তে ওজুর সময় মিসওয়াক করি।
    রসুনের গন্ধের উল্টো : প্রতি ওয়াক্তে আতর ব্যবহার করি।


    সুরা মুদদাসসিরে উনিশের উল্লেখ আছে। এই সুরা তার আগের সুরার সাথে সম্পৃক্ত। এই সূরায় মূলতঃ কি বলা আছে? রাসুলুল্লাহ ﷺ কে তাহাজ্জুদ পড়ার হুকুম দেয়া হয়েছে, পবিত্রতার সাথে। তাই তাহাজ্জুদের পাবন্দি করি। গুরুত্বের সাথে। কারন দুনিয়ার বাকি সব কাজ বন্ধ হয়ে যেতে পারে।

    তাহাজ্জুদ অন্তরের পবিত্রতা। হাত ধোয়া বাহিরের। ভেতরেরটার গুরুত্ব যদি ৭০% হয় তবে বাইরেরটা ৩০%।

    16-Mar-2020 2:07 pm

  • Published
    16-Mar-2020