Post# 1584319730

16-Mar-2020 6:48 am


সুরা ফাতিহা এর উপর আমলের উপায় :


কাজী ইব্রাহীম সাহেব বলেছেন ৭ বার সুরা ফাতিহা পড়ে ফু দিতে রোগের জন্য। যে কোনো রোগে।


হানাফি-দেওবন্দিদের জন্য শুধু। ফজরের সুন্নাহ নামাজ আর ফরজের মাঝের সময়টায় ৪১ বার সুরা ফাতিহা পড়তে হবে। কিন্তু বিসমিল্লাহর পরে ওয়াকফ করার যাবে না, পরের আলহামদুলিল্লাহর সাথে মিলিয়ে পড়তে হবে। এভাবে ৪০ দিন। এটা যে কোনো আমলের কিতাবে পাবেন। ফাজায়েলে আমলে এর বর্ননার স্ক্রিন শট কমেন্টে দিলাম। এটা শুধু রোগ না বরং যে কোনো দোয়া কবুলের জন্য আমল।


আমি বলবো : ফজরের ওয়াক্তে আর আসরের ওয়াক্তে ৭ বার সুরা ফাতিহা পড়ুন। মানে সকালে ও বিকালের ওজিফায়। আশা করেন ইনশাল্লাহ নিরাপদ রাখবেন এই করোনা ভাইরাস থেকে।


সুরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহ সহ পড়তে হবে প্রতিবার। কারন বিসমিল্লাহ ফাতিহার অংশ। নয়তো ৭ আয়াত হয় না। ৬ আয়াত হয়। কোরআনের বাকি সুরাতে দেখবেন বিসমিল্লাহকে আয়াত নম্বর দেয়া হয় না। সুরা ফাতিহাতে দেয়া হয়।

জাজাকাল্লাহ।

    Comments:

16-Mar-2020 6:48 am

Published
16-Mar-2020