Post# 1584305660

16-Mar-2020 2:54 am


করোনাভাইরাস মৃত্যু :


অধিকাংশের ক্ষেত্রে যা হয়। দম বন্ধ হয়ে আসছে। হাপাচ্ছে। কিন্তু মারা যাচ্ছে না কারন বাতাস থেকে কিছু অক্সিজেন পাচ্ছে যথেষ্ট না। ধুকে ধুকে অনেক পরে মারা যাবে। মৃত্যু সবার জন্য কষ্টকর। কারো কষ্টের মৃত্যু দেখা আন্যদের জন্য কষ্টকর।


দ্রুত মৃত্যুও আছে। রাস্তায় পড়ে মরে গেলো। করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় এটা হচ্ছে। হার্টএটাকে হয়। ভাইরাস হৃৎপিন্ড আক্রমন করলে।


খারাপ মৃত্যুও আছে। যখন ভাইরাস সেন্ট্রাল নার্ভে আক্রমন করে শেষের দিকে। প্রচন্ড রকম ঝাকাতে থাকবে শরির। শেষে মৃত্যু।

অল্প লোকের এরকম হবে। সবার না।

16-Mar-2020 2:54 am

Published
16-Mar-2020