Post# 1584278143

15-Mar-2020 7:15 pm


দেশে দেশে কারফিউ।

"এখন প্রশ্ন, করোনা ভাইরাস কতদিন থাকবে?"

দুই বছর। যতদিন না প্রতি দেশের সবাই আক্রান্ত হচ্ছে। বা টিকা তৈরি করে, টেস্ট করে, কোটি কোটি ইউনিট তৈরি করে এর পর সারা দেশের মানুষকে ইনজেক্ট করা হচ্ছে।

যেভাবেই চিন্তা করেন কমপক্ষে দেড় বছর। সামনের শীতকালে আবার বাড়বে।

"হজ্জ, ওমরা, মসজিদ, জামাত, জুম্মা?"

অবিশ্বাস হলেও সত্যি এটা দুই বছর টানতে পারে। মাতাফ যখন বন্ধ করে দেয়া হচ্ছিলো তখন মানুষ বলছিলো "গুজব ছড়াবেন না, এটা পরিষ্কার করার জন্য -- কয়েক ঘন্টা"।

এখন অবিশ্বাস্য জিনিসই ঘটছে।

"দেশের অর্থনীতি, চাকরি, ব্যবসা?"

এটাই চিন্তার বিষয়। রপ্তানি পড়ে যাচ্ছে, বানিজ্য পড়ে যাচ্ছে। চীনের সাপ্লাই চেইন এখনো চালু হয় নি। সবচেয়ে বড় ধাক্কা এন্টারটেইনমেন্ট সেক্টরে, যতরকম এন্টারটেইনমেন্ট আছে। যে গুলো ছাড়া মানুষ বাচতে পারে। শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিস চলছে।

15-Mar-2020 7:15 pm

Published
15-Mar-2020