বিদেশে যারা আছেন -- এখন ট্রেভেল করবেন না। দেশের আসার চেষ্টা করবেন না।
- আমেরিকার এয়ারপোর্টে হেলথ চেক আরম্ভ হয়েছে। বিশাল লাইন ৮ থেকে ১২ ঘন্টা।
- আর্ধেক দেশে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে। আপনার ট্রানজিট বাতিল হয়ে যাবে। রিটার্ন বাতিল হয়ে যাবে।
- দেশে টাকা দিয়ে পার পাওয়া যেতো। এখন ধরে হাজি ক্যম্পে নিয়ে ফ্লোরে বসিয়ে রাখে ১৪ দিন। টয়লেট নেই। ময়লা। খাবার নেই। পানি নেই। কিছু নেই। শুধু মশা ভন ভন করছে। কোনো বিছানা নেই যে আপনি শুবেন। আপনার ছোট বাচ্চা বউ সবাইকে।
- আমেরিকায় ফিরে যাবার পরে আবার ১৪ দিন আইসোলেশন।
দাবি : "আসতেই হবে। কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হাজার হাজার মানুষ আসছে। তাদের যা হবে আমারো তাই।"
এলাকায় ফিরে আসলেও আপনি আগের খাতির পাবেন না। এলাকাবাসিরা এখন প্রবাসিদের দেখলে পালায়। কষ্ট পাবেন।
সেই সময় নাইরে পাগল।