মক্কা শরিফে জুম্মায় দুই আযান হয় কিনা?
আগে মানে ২০০০ এর দশকে হতো না। ওয়াক্ত হলো। মিম্বরে ইমাম উঠতেন। আস-সালামু আলাইকুম। এর পর আযান মিম্বরের সামনে। এর পর খুতবা।
২০১০ এর পরে এখন মক্কায় জোহরের ওয়াক্ত হবার ৩০ মিনিট আগে একটা আযান দেয়া হয়। আমি শুনে এসেছি।
এই আগের আযানটা উথমান রাঃ এর চালু করা। মিম্বরের সামনের আযানটা রাসুলুল্লাহ ﷺ এর যুগ থেকেই চালু ছিলো। অরিজিনাল আযান।
এখনেও সামান্য পার্থক্য আছে। হানাফিতে প্রথম আযান দিতে হবে জোহরের ওয়াক্ত হবার পরে। সালাফিতে দেয়া হয় ওয়াক্ত হবার আগে।
তবে উল্লেখ্য হাম্বলি মাজহাব মতে জোহরের ওয়াক্ত হবার আগেও জুম্মা পড়া যায়। মানে ১২টার আগেই আযান, খুতবা, নামাজ শেষ। সালাফিরা যেহেতু হাম্বলি থেকে এসেছে।
মাজহাব গত অনেক পার্থক্য আছে।
জাজাকাল্লাহ।