কথা হলো : যেই লোক মানুষের যেই দোষ সবচেয়ে বেশি ধরে, আল্লাহ তায়ালা সেই দোষে তাকেও ফেলে দেন।
কিছু দিন ধরে যারা ইখতেলাফ নিয়ে তর্ক করে তাদের এক হাত নিচ্ছিলাম। "হকের কথা শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়" টাইপের অনেক এক্সট্রিম কথা বলে।
এর পর?
ঠিক ধরেছেন! -- আল্লাহ তায়ালা আমাকে সেই একই দোষে ফেলেছেন যেটা নিয়ে চিল্লা পাল্লা করছিলাম।
এনি ওয়ে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা কাট-পিস শেয়ার করেছিলাম। এখন এর দুটো পোষ্ট টাইমলাইনে।
মূল পোষ্ট : আমার চালু করা ফিতনা।
https://www.facebook.com/habib.dhaka/videos/10157162965498176/
প্রথম জবাব : হানাফি মত
https://www.facebook.com/muftinaeim.hasan/posts/207660993635080
উপরের জবাবের জবাব : সালাফি মত
https://www.facebook.com/ahmad.ullah.50/posts/2005789932885208
যে যেই পক্ষে তার কাছে সেটা হক। নিজের পোষ্ট ছাড়া আর কিছুর মাঝে আমি ছিলাম না। তবে এটা আমার পোষ্টের রিএকশন কি করে বুঝলাম? বাকি দুই পোষ্টের টাইমিং দেখে।
জাজাকাল্লাহ।