Post# 1584164203

14-Mar-2020 11:36 am


ফ্লুতে ধরলে কি করবেন?

প্রথম ৭ দিন বাসায় থাকুন। হাসপাতালে দৌড়ানোর দরকার নেই। কারন হাসপাতাল রোগিতে ভর্তি থাকবে। টেষ্ট করার দরকার নেই কারন টেষ্টে বিশাল লাইন থাকবে কেবল আইসিডিডিআরবিতে হয় বলে। এবং দেশে এত টেষ্ট কিটও নেই।

৭ দিন পরে জ্বর সেরে গেলে আল্লাহর রহমতে আপনি বেচে উঠলেন। না সারলে এর পর আপনার অক্সিজেন লাগবে। এর পরের আরো ৭ দিনে সুস্থ হলে বেচে গেলেন।

না হলে এর পর ঔষধ লাগবে cytokine storm নিয়ন্ত্রন করতে। শরির নিজেই এত বেশি আতংকিত হয়ে একশন নিচ্ছে যে নিজের ক্ষতি করে ফেলছে। ঔষধ দিয়ে কমাতে হয়।

এখন এই ঔষধ প্রথম কিছু দিন হয়তো কিছু রোগির জন্য থাকবে এর পর আর ঔষধ বাজারে হাসপাতালে কোথাও পাওয়া যাবে না। শুধু অক্সিজেন।

হাসপাতালে এত ভিড় যে আর রোগি নিচ্ছে না? ধর্য্য ধরে পরিনতির জন্য অপেক্ষা করতে হবে। নামাজ আর সবরে আল্লাহর কাছে সাহায্য।

14-Mar-2020 11:36 am

Published
14-Mar-2020