করোনা ভাইরাস যত বাড়ছে মসজিদে জামাত তত বন্ধ হচ্ছে।
-- এটা শরিয়ত।
করোনা ভাইরাস কাজী ইব্রাহীম সাহেবকে বলতে বলেছে "যদি বাচতে চাও তবে প্রবাসীরা যেন নিজ এলাকায় মসজিদ চালু করে জামাতে নামাজ পড়ে। অনুমতি না পেলে যেন প্রতি ৪০ ঘরের মাঝে একটা নামাজ ঘর চালু করে জামাতে নামাজ পড়ে।"
-- এটা তরিকত।
"শরিয়ত আর তরিকতে কোনো দ্বন্ধ নেই" বললাম।
এর পর এখন কোনটার উপর আমল করবো?
জানা নেই।
- Comments:
- Rhetorical question.