Post# 1584093175

13-Mar-2020 3:52 pm


করোনা ভাইরাস ও মসজিদে নামাজ :

- দুই মাস আগে আশংকা প্রকাশ করেছিলাম মসজিদ বা জামাত বন্ধ হয়ে যায় কিনা। এখন কিছু কিছু হচ্ছে। কাবা, সিংগাপুর উল্লেখযোগ্য। সামনে আরো বাড়বে।

- এর পর এখন ফতোয়া জানার সময়। আমাদের করনীয় কি? এখনো সব ঠান্ডা। কিন্তু পুরো কমিউনিটিতে যখন ছড়িয়ে যাবে মানুষ আতংকিত হয়ে পড়বে তখন? জামাতে পড়ার ব্যপারে দেশের আলেমরা কি ফতোয়া দেবেন?

হয়তো,
প্রথমে বলবেন - না গেলেও চলবে। অনুমতি আছে।
এর পর আরো আতংকের সময় - যাবেন না।
শেষে - যাওয়া পুরো নিষেধ! কে বলছে যেতে? দেখেন কিছু লোকের আবেগের জন্য আজকে দ্বিনকে আমরা ....

- কনফিউশনের সময় মানুষ স্বপ্নে ঝুকে। কেন? কারন "স্বপ্ন শরিয়তের কোনো দলিল না" তাই। শরিয়তের দলিল নিয়ে যখন কনফিউশনে পড়ে যাবেন তখন "বড় ভাই" থাকে পার্থক্যকারি। আর যাদের "বড় ভাই" নেই তাদের জন্য "টস দা কয়েন"। হেড পড়লে আথারিরা কাফের, টেইল পড়লে আশআরিরা।

- এলাকার মানুষের মসজিদে না যাওয়ার অনুমতি আর এলাকার মসজিদ বন্ধ করে জামাত বন্ধ করে দেয়া -- দুটো ভিন্ন জিনিস। একটার অনুমতি থাকলেও দ্বিতীয়টার অনুমতি সম্ভবতঃ নেই।

- কনফিউশনের সময়। টস দা কয়েন। স্বপ্ন কি বলে? করনা ভাইরাস বলেছে, "বিদেশিরা যদি বাচতে চাও তবে এলাকায় এলাকায় মসজিদ স্থাপন করে জামাত কায়েম করো। যদি অনুমতি না দেয় তবে প্রতি ৪০ বাসার মাঝে একটা নামাজ ঘর করো।"

স্বপ্ন শরিয়তের দলিল না।
দেখছি। আগের মতোই।

13-Mar-2020 3:52 pm

Published
13-Mar-2020