Post# 1584034647

12-Mar-2020 11:37 pm


1.Q7+6=13 অর্থ কি?

- একজন আলেম বলেছেন Q7 অর্থ সুরা ফাতিহা। কারন এতে ৭ আয়াত আছে।

- কাজী ইব্রাহিম সাহেব উপরেরটা সম্ভাব্য বলে এও বলেছেন "1." মানে প্রথমে তৌহিদ পন্থি হওয়া শর্ত। মুশরেকদের জন্য কাজ করবে না।

তবে বাকি +6=13 কি হতে পারে চিন্তা করছিলাম।

- সুরা ইখলাছ, নাস, ফালাক না। এগুলো দিয়ে ৬ বা ১৩ মিলানো যায় না।

- +6 হতে পারে সুরা ফাতিহার ঠিক পরের সুরার আরো ৬ আয়াত। মানে সুরা বাকারার। "লা ইউয়মিনুন" পর্যন্ত। অথবা বিসমিল্লাহ সহ পড়লে "মুফলিহুন" পর্যন্ত। সম্ভাব্য। সুরা ফাতিহার "সিরাতিল মুসতাকিমের" ব্যখ্যা এই পাচ আয়াতে দেয়া আছে। একটা কন্টিনিউশন।

- আর কি হতে পারে খুজছিলাম। "আয়াতুশ শিফা" নামে কিছু আয়াত আছে। আদি কাল থেকে রোগ ব্যধির জন্য পড়তো। নেটে খুজছিলাম এগুলো কয়টা? পেলাম ছয়টা। +6 ?

    Comments:
  • ^ it's in the name of cleaning.

12-Mar-2020 11:37 pm

Published
12-Mar-2020