কিছুদিন ইনশাল্লাহ স্বপ্ন নিয়ে লিখবো। এখন স্বপ্ন কাজী ইব্রাহিম সাহেবের হোক, বা জুলফিকার নকশাবন্দির হোক, বা আরবদের হোক, বা আমার বা আপনার হোক এগুলোর আলোচনার ব্যপারে মতভেদ আছে।
সালাফি : নিন্দনীয়, আলোচনা নিষেধ।
ইখওয়ান : সালাফিদের মতো, হয়তো সামান্য সফট।
দেওবন্দি : সমস্যা নেই।
তরিকত : উৎসাহ বাচক।
তাই আমাকে ফলো করে রেগে যাবেন না, প্লিজ।
নেটে বহু হাজার লিখক আছে। আপনি আপনার প্রয়োজনীয় কন্টেন্ট যে লিখে তাকে ফলো করেন। আমাকে না।
মানে ফলো করে আবার আমাকে গালাগালি করবেন না। প্লিজ :-)
FAQ : "এগুলো না লিখে ভালো জিনিস নিয়ে লিখতে পারেন না?"
উত্তর : ভালো জিনিস কিছু নেই। যাই লিখেন তাই বিতর্কিত। এমন কি শুধু কোরআন হাদিস কোট করেন কোনো ব্যখ্যা ছাড়া তবুও কিছু পাবলিক ক্ষেপে যাবে।
"কি বলতে চান?"
"ব্যাখ্যা না দিয়ে এগুলো বললে মানুষ বিভ্রান্ত হবে।"
"এই বিষয়ে অন্য হাদিস না লিখে, এটা লিখছেন কেন?"
^^^ কমেন্টগুলো আমার বানানো কথা না, প্রতিটা প্রেকটিক্যলি শুনা।
তাই অখুশিদের খুশি করা সমাধান না।
অখুশিদের ব্লক করা সমাধান। :-)
জাজাকাল্লাহ।