আরেকটা স্বপ্ন : এটা কাজী ইব্রাহীম সাহেবের বর্ননা।
কেউ দেখছেন ইব্রাহীম সাহেব আর দ্রষ্টা কাবা শরিফে গিয়ে দেখে কোনো মানুষ জন নেই। তোয়াফকারি নেই, খালি।
কাবার ইমামকে দেখলো। জিজ্ঞাসা করলো "সব যে খালি?"
জবাব দিলেন "খালিই তো! সারা বছর এরকম খালিই থাকে।"
ইমপ্লাইয়িং, মানুষ যারা সারা বছর ওমরা করতে আসে তারা সত্যিকারে ওমরা করে না।
হয়তো বর্তমানের কাবা শরিফের পাশের সেল্ফি ক্রেজ এর একটা দৃষ্টান্ত।
হয়তো শেষ যুগে ধনিরা হজ্জ করবে প্রমোদ ভ্রমনে। আলেমরা খ্যাতির জন্য... এ রকম যে হাদিসটা আছে সেটা বাস্তবায়িত হয়ে গিয়েছে।
বুঝলাম। ওমরা বন্ধে বেশি ক্ষতি হয় নি। ক্ষতি আগেই হয়ে ছিলো।
এর উপর অনেক কষ্ট নিয়ে লিখেছিলাম কয়েক বছর আগে
https://www.facebook.com/habib.dhaka/posts/10154500780813176
এর পর পরিস্থিতি এখন নাকি আরো ভয়াবহ হয়েছে। কাবার কাছ দিয়ে চারিদিকে পুরো জায়গা দখলে থাকে সেলফি ওয়ালাদের।
আর আগে যখন যেতাম তখন ক্যমেরা মোবাইল ছিলো ছিলো না। সেলফি ছিলো না। দেখতাম সবাই ভয়ে আতংকে আবেগের সাথে তোয়াফ করছে।
আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।