ভাইরে যাই প্রশ্ন সব ক্ষেত্রে আমার উত্তর হলো "গুগুল করেন" "গুগুল করেন"।
দাবি : "আমি গুগুল করি না। কারন গুগুল কোনো মুফতি না। বা আমার শায়েখ বলেছেন গুগুলকে বিশ্বাস না করতে।"
তবে আমাকেও বিশ্বাস করবেন না, কারন আমিও কোনো মুফতি না। আমি সব উত্তর গুগুল করেই বের করি। আর যে শায়েখ বলেছেন গুগুলকে বিশ্বাস না করতে উনাকে গিয়ে সব প্রশ্ন জিজ্ঞাসা করেন।
"সেটাই করবো" বলে এর পর শায়েখকে দিনে ২৫ বার করে ফোন কল।
Feeling like আমাদের সময় ভালো ছিলো। বেহেস্তি জেওর জীবনে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। বাকি জীবনের প্রায় সমস্ত প্রয়োজনীয় প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই।
"কিন্তু বেহেস্তি জেওর সহি না কারন আশরাফ আলি সাহেব লিখেছেন কুকুরের ..."
সেই থেকে সমস্যা আরম্ভ। এখন ফেসবুকের এক অপরিচিত আইডিকে আমি মনে করি আশরাফ আলি সাহেবের থেকে বেশি জানে।
কিছু কন্ট্রাডিকশন নিয়েই আমি চলি। কিছু দোষ নিয়ে।
এর উপর আগের লিখা :
https://www.facebook.com/habib.dhaka/posts/10154610160438176