FAQ : "ব্যাখ্যা করেন না কেন?"
কারন ব্যাখ্যা করতে গেলে নতুন কথা আসবে। সেগুলোর আবার ব্যখ্যা লাগবে। বেশি কথা বলা হলে আমার কথাগুলোর মাঝে কন্ট্রাডিকশন খুজে পাবেন। সেগুলোর আবার ব্যখ্যা দিতে হবে।
শেষে দুটোর একটা হবে। "আমার ব্যখ্যাই ঠিক" প্রমান করতে আমি আগের যুগের যেই বিপরিত কথা বলেছে তাদের উপর আক্রমন করতে থাকবো। "অমুক ইমামের কথা ঠিক না" "তমুক ইমাম যে ভ্রান্ত সেটা অন্য ইমাম বলে গিয়েছেন" শেষে আমি একটা কাল্ট তৈরি ফেলবো। আমার ধ্বংশ, আমার অনুসারিদের ধ্বংশ।
অথবা আক্রমন না করে "সবাই ভালো, সবাই ঠিক" করতে থাকলে কন্ট্রাডিকশন আর "তবে সেটা কি বলবেন?" "এটার ব্যখ্যা কি?" টাইপের আরো বেশি প্রশ্ন নিয়ে চলতে থাকবো। একটা হজ-পজ অবস্থা। যাতে আমার কোনো লাভ নেই।
এত গ্যাঞ্জাম কেন? কারন আমি সব প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম। ব্যখ্যা করতে চেয়েছিলাম তাই।
চুপ থাকি। মূল তথ্যগুলো জানি। কিছু কন্ট্রাডিকশন নিয়েই চলি। সব প্রশ্নের জবাব নেই। আমার জানা নেই। দেয়ার উপায় নেই।
বরং কিছু কন্ট্রাডিকশনের উপর চললে বুঝি হকের উপর আছি। কাল্টগুলোর কথার মাঝে কন্ট্রাডিকশন নেই, কারন তাদের মতে বাকি সব বাতেল।
আমি যেভাবে দেখি।
জাজাকাল্লাহ।