যাই প্রশ্ন করেন -- আমার উত্তর হলো "আমার জানা নেই" বা "আপনি গুগল করেন"।
আলোচনা এখন আমাদের বিপথগামি করবে, কারন ফিতনার সময়। সব আলোচনাই ধারনার উপর, অস্পষ্ট।
আর যারা বলে "বরং আমি জানি, আমার কথা শুনেন" সে নিজেও বিপথগামি।
যারা বলে "আমি কোরআন হাদিসের কথাই শুধু বলি" তবে তার কোরআন হাদিসের কোটেশনগুলো সত্য। এর উপর তার ব্যখ্যা-বাক্য তার নিজের কথা।
নিজেকে বাচিয়ে চলি। হক পথের জন্য নিজ নিজ দল-মত-বড় ভাই-আলেম-শায়েখ-কে জিজ্ঞাসা করি। আমাকে না।
"কেবল মাত্র কোরআন হাদিস" -- এ বিশ্বাসি হলে, নিজে নিজে কোরআন হাদিস পড়ে জেনে নেই। আলেমের কথা থেকে না।
আমি হানাফি-দেওবন্দি-অধিকাংশের মত অনুসরন করি।
জাজাকাল্লাহ।