Post# 1583858337

10-Mar-2020 10:38 pm


মা কেটো ডায়েট করছে ২ মাস। এখন আর ডায়বেটিসের ঔষধ লাগে না। ঔষধ ছাড়াই নরমাল।

মাকে নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তারকে এই কথা বললাম না। গোপন করে গেলাম। শুনলে হয়তো লেকচার আরম্ভ করবে কেটো ডায়েট ভালো না মন্দ তার উপর।

টেকনিক্যলি বললাম "হ্যা, উনার ডায়বেটিস এখন নরমাল। মাঝে মাঝে ঔষধ কমাতে হয় আর কি!" আমি হাসি মুখে।

ডাক্তার হয়তো বুঝতে পারলো আসল কাহিনি কি। আমার থেকে উনি তো আর কম চাল্লু না। সারা দিন কেইস দেখে অভ্যস্ত।

বললো "হ্যা, লাইফ স্টাইলটাই আসল। এখন সমস্যা কি?"

"প্রেশার বেশি। বাসায় মাপলাম ১৫০/১১০ আসে আমার ডিজিটাল মিটারে।"

"দেখি" বলে মেপে, "প্রেশার তো নরমাল। ৮০/১২০"

"ওহ তাহলে আমার বাসার মেশিন মনে হয় নষ্ট" আমি আবার হাসি।

এখন পলাতে হবে, ডাক্তার আর কোনো ঔষধ টেষ্ট দেবার আগে।

"আচ্ছা। ঠিক আছে তবে এখন যাই। কত দিতে হবে?"

"টাকা লাগবে না।"

    Comments:
  • Dentistry will go on as usual. As there's no other option when one gets a toothache.

10-Mar-2020 10:38 pm

Published
10-Mar-2020