করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি কি হবে :
[ নিচেরটা একটু ভিতিকর। আগে ইংরেজিতে লিখেছিলাম এখন বাংলায় লিখছি। পরিচিতরা বাসায় এসে আমাকে গালাগালি করবেন না "মিডিয়ার কথা শুনে মানুষকে ভুয়া ভয় দেখাচ্ছি" দাবি করে ]
ভাইরাস ধরার পরে ৫ দিনের মাথায় জ্বর আসবে অধিকাংশের। কিছু দিন আগে-পরে হতে পারে। নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। তবে সর্বোচ্চ ১২ দিনের মাঝে প্রায় সবারই জ্বর হবে।
এর পর ৭ দিন জ্বর থাকবে। প্রথমে বেশি ১০২, ১০৩ ডিগ্রী। শেষের দিকে জ্বর আসবে যাবে।
৭ দিন পরে ১০০ জনের মাঝে ৭৫ জন সুস্থ হয়ে যাবে।
বাকি ২৫ জনের ফুসফুসে ভাইরাস আক্রমন করবে। এই ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হবে।
ওষধ দেয়ার পরে এর মাঝে ১৮ জন আরো ৭ দিনের মাঝে সুস্থ হয়ে যাবে, যদি তাদের অক্সিজেন দেয়া হয়। এরা হাসপাতাল থেকে বেরিয়ে আসবে অসুস্থতার ১৪ দিনের মাঝে সুস্থ হয়ে।
বাকি ৭ জনের ফুসফুসের সংগে অন্য কোনো অংগে যেমন হার্ট, কিডনি, লিভার, পাকস্থলিতে ভাইরাস আক্রমন করবে। মাল্টি অর্গান ফেইলিউর। আইসিইউতে নিতে হবে। এর অর্ধেক মারা যাবে পরের ৭ দিনে। বাকি অর্ধেক জন বেচে যাবে কিন্তু কোনো অংগ আংশিক নষ্ট হয়ে থাকতে পারে বাকি জীবন। আইসিইউতে না নিতে পারলে এদের অধিকাংশ মারা যাবে জ্বর আসার ২১ দিনের মাঝে।