Post# 1583826984

10-Mar-2020 1:56 pm


"কাজী ইব্রাহিম সাহেবকে যদি করোনা ভাইরাস ধরে?"

ধরবে না ইনশাল্লাহ। কারন করোনা ভাইরাস বলেছে "কাজি ইব্রাহীম সাহেবকে বলবেন যে উনি যেন মানুষকে জানায় ...", মানে ইব্রাহিম সাহেব তাদের পরিচিত। উনাকে ধরার কারন নেই।

"ধরলে?"

ধরলে বলবো, উনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, মারা যাবেন না।

"মারা গেলে?"

এত প্রশ্ন করে বিপদে ফেললেন দেখি! যাই হোক। আমার স্টেটাসটা এখানে থাকবে ইনশাল্লাহ। এক বছর পরে এই তারিখে দেখা যাবে কি হয়। :-)

"আপনি নিজে যে মারা যাবেন না এটা কি ভাবে জানেন?"

আহাম। মানে ...

note to self : টাইমলাইন ঠিক করতে হবে। কারন ফেসবুকে কেউ মারা গেলে মানুষ তার টাইমলাইন ঘেটে দেখে শেষ সে কি পোষ্ট করেছিলো। আমার ক্ষেত্রে দেখবে শুধু গান আর ফিলিমের পোষ্টে ভরা। ফিডব্যাক লুপ, "বলছিলাম না, করোনা ভাইরাসে শুধু মুনাফেকরা মারা যাবে? দেখেন এই লোকের কি অবস্থা!"

10-Mar-2020 1:56 pm

Published
10-Mar-2020