কমন প্রশ্ন : "শেষ যুগের ঘটনা প্রসংগে আপনি বলেন কিতাবে আছে। কোন কিতাবে আছে?"
আমি যা পড়েছি সব সরাসরি হাদিসের কিতাব থেকে। এর বাইরে বর্তমান যুগের কোনো লিখকের সংকলিত বই পড়া নি। তাই সেই ব্যপারে কিছু বলতে পারবো না।
"কোন হাদিসের কিতাব?"
আবু দাউদ শরিফের লম্বা চ্যপ্টার আছে। এটার বহু অনুবাদ আছে, আবু দাউদ শরিফ দিয়ে খুজে বের করেন। বা লাইব্রেরিতে দেখেন।
এর পর মুসান্নাফ ইবনে আবি শায়বার শেষে লম্বা আরেকটা চ্যাপ্টার আছে। এর অনুবাদ নেই। ৫০০ হাদিসের মাঝে প্রথম ১০০ হাদিস অনুবাদ করেছিলাম এখানে পাবেন।
https://habibur.com/kitab/shaiba/
এর পর নুয়াইম বিন হাম্মাদের আল ফিতান। এটা নিজে অনুবাদ করি নি। কয়েকজন আলেমকে দিয়ে করিয়েছিলাম ৫ বছর আগে।
http://habibur.com/kitab/nuaim/
এর বাইরে আরবি বই আছে অনেক। ইমাম সুয়ুতির আল কাউলু মুখতাসির। ইবনে কাসিরের আল ফিতান ওয়াল মালাহাম। এগুলো আরবি পারলে পড়তে পারবেন। আরবি পিডিএফ আছে নেটে, খুজলে পাবেন।
আরেকটা পড়তাম ছাত্রাবস্থায় বদরে আলম মিরাঠির তরজুমানুস সুন্নাহ। এখানেও অনেক কিছুর বর্ননা আছে। এটা হাদিসের বই। ইসলামি ফাউন্ডেশনের ছাপানো ছিলো। এখন সম্ভবতঃ প্রিন্ট নেই।
"এখন বাজারে বাংলা যে কিতাব আছে সেগুলো থেকে কিছু রিকমান্ড করতে পারবেন?"
জানা নেই। কোনোটা পড়ি নি।
রিলেটেড আগের পোষ্ট :
https://www.facebook.com/habib.dhaka/posts/10156271492968176