Post# 1583749726

9-Mar-2020 4:28 pm


মেনন, "আজকাল কোনো সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিয়ের অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বাঙালি ললনাদের দেখা যায় না। দেখা যায় সৌদি অথবা দুবাই ফেরত মহিলাদের। তারা মাথায় ছোট করে হিজাব পরে।"

এখন এটাকে নেগেটিভ কথা হিসাবে দেখতে পারেন। অথবা "মানুষ দ্বিনদ্বার হচ্ছে" সিরিজের অংশ হিসাবে দেখতে পারেন।

ব্যসিক্যলি উনি জোর গলায় বলছেন "বাংগালি সংস্কৃতি" আর "ইসলামি সংস্কৃতি" এক জিনিস না।

তাই আপনি "বাংগালি" থাকতে চান নাকি "মুসলিম" হতে চান সেটা আগে ঠিক করে নিন।

এটা পুরানো কথা। শরৎ চন্দ্রের "শ্রীকান্ত" পাঠ্য ছিলো আমার বাপ দাদাদের সময়ে কলেজে। প্রথম প্যরাগ্রাফেই ছিলো মাঠে "বাংগালি বনাম মুসলমানদের" ফুটবল খেলার কথা। এর পর কিভাবে ফাইট লাগে। এর পর শ্রীকান্ত কিভাবে উদ্ধার পায়, বিশাল উপন্যাস।

বাংগালি বনাম মুসলিম -- এক না। সব যুগের মানুষ এই ব্যসিক সত্যটা জানতো। মেননও বলছেন।

তারা আপনাকে বাংগালি বানাতে চাইবে।
মজবুত করে মুসলিম থাকেন।

9-Mar-2020 4:28 pm

Published
9-Mar-2020