Post# 1583740788

9-Mar-2020 1:59 pm


কিছু ফ্যক্টস : "করনা ভাইরাস বাতাসে ছড়ায় না" - ভুল।

এটা চীনে প্রথম দিকে বলা হয়েছিলো। একেবারে প্রথম কথা। চীন এর পর বলছে এটা বাতাসে ছড়ায়। রোগির নিঃশ্বাস থেকে অন্যরা আক্রান্ত হবে। কত দূরে, সেই ব্যপারে বলা হচ্ছিলো প্রথমে ১ মিটার। পরে ৬ মিটার। শেষের দিকে উহানে বলা হচ্ছিলো বাতাস এমন হয়ে গিয়েছিলো যে কারো কাছে যাবার দরকার নেই। এমনি এমনি নিঃস্বাস নিলেও কেউ আক্রান্ত হয়ে যাবে।

এই অবস্থায় শহরের বাতাসে জীবানু নাশক স্প্রে করা হয় ট্রাকে করে। সাইড ইফেক্টে শহরের পাখি, বিড়াল, কুকুর যা আছে সব দলে দলে মারা যায়।

9-Mar-2020 1:59 pm

Published
9-Mar-2020