Post# 1583713828

9-Mar-2020 6:30 am


Scene 1 :

"ওস্তাদ, হযরতজীকে দাওয়াত দিয়েছি, আবার দেশেও সর্দি-জ্বর। কি করবো?"

"সর্দি জ্বরের কথা এখন বলো না। হযরতজী শুনলে আসবে না।"

Scene 2 :

"ওস্তাদ, হযরতজী বলে দিয়েছে আসবে না। বহু চেষ্টা করেছি। কিন্তু উনি আসবেনই না। দেশে বলে সর্দি জ্বর, তাই।"

"আসবে না এটা প্রচার করো না। বরং বলো হযরতজী কনফার্ম করেছেন উনি আসবেন। নিশ্চিৎ। যত সর্দি জ্বরই হোক আসছেন। কনফার্মড।"

"কিন্তু, উনি যে বলেছেন আসবে না? না আসলে পাবলিক ..."

"শুনতে থাকো। প্রথম দিন বলবে উনি আসছেন কনফার্মড। দ্বিতীয় দিন বলবে, দেশে সর্দি জ্বর দেখা দিয়েছে। তৃতীয় দিন বলবে, সর্দি জ্বরের কারনে মাহফিল বাতিল করা হয়েছে। অনুরাগীদের স্বাস্থের দিকে খেয়াল রেখে।"

Scene 3 :

"বিয়েটা ভেঙ্গে গেলো কেন? খুব না উৎসাহি ছিলে?"

মেয়ে পক্ষ : "আমরাই ভেঙ্গে দিয়েছি।"
ছেলে পক্ষ : "না আমরাই ভেঙ্গে দিয়েছি।"

কখনো বলবেন না ঐ পক্ষ ভেঙ্গেছে। এটা লজ্জাজনক।

9-Mar-2020 6:30 am

Published
9-Mar-2020