[ বাংলায় লিখবো নাকি ইংরেজিতে বুঝতেছি না। ইংরেজিতে লিখলে বিদেশি এজেন্টদের নজরে পড়বো। আর বাংলায় লিখলে দেশি। তাই ভায়েরা, এইডা ভাইরাল কইরেন না। আল্লাহ না করুক তবে আমি শেষ। প্রতিটা ভাইরালের পরে আমি অর্ধেক হয়ে যাই। ]
অসমর্থিত খবর : বাদশাহ সালমান মারা গিয়েছেন। বিন-সালমান নিজেকে বাদশাহ ঘোষনা করতে যাচ্ছেন। এই গন্ডোগোলে গতকালের রাজপরিবারের গ্রেফতার।
আর একই সময়ে হটাৎ করে মক্কা বন্ধ কেন? কারন রোকনে ইয়ামিন আর কালো পাথরের মাঝে <পাঞ্জেরি> বায়াত নিবে, এর বিন্দু মাত্র সম্ভাবনাও যেন না থাকে। এজন্য রাতেও বন্ধ, আধারে যেন কিছু না হয়। এখন তওয়াফ চললেও ঐ জায়গাগুলো বন্ধ।
তবে কেমনে জানবো এটা গুজব না সত্যি? আসলে সালমান মৃত কিনা? এক মাসের মাঝে যদি প্রকাশ্যে না দেখি। বা কোনো ঘোষনা আসে।
আর মক্কায় কি কিছু হবে? এটা বিন-সালমানের ভীতি। গন্ডোগোল হলেও মাহদি আসার সময় এখনো হয় নি।
দেখতে থাকেন।