দাবি : "করোনা ভাইরাসে সবাই মরবে না"
উত্তর : ঠিক। আক্রান্ত সবাই মারা যায় না।
"৯৮% লোক যে সুস্থ হয়ে যাচ্ছে, সেই কথা কেউ বলে না।"
যখন কেউ "২% মারা যায়" বলে, তখন সে ৯৮% বেচে থাকে বলে।
"তাই গুজব আতংক ছড়াবেন না।"
বুঝলাম, "২% মারা যায়" বলা নিষেধ। বলতে হবে "৯৮% বেচে থাকে" :V
এই তো? আর কিছু?
এর পর তথ্য :
আক্রান্ত ৯৮% এর জ্বর হবে।
২৫% এর হাসপাতালে ভর্তি হতে হবে।
৫% কে আইসিউই-এ ভর্তি করা লাগবে।
২% মারা যাবে।
^^^ এই কথা কেউ বলে কিনা দেখেন।
"এলাকার তাপ ২৩ ডিগ্রির বেশি হলে করোনা ভাইরাস ছড়ায় না।"
আশা করতে পারি। সিংগাপুরে কোনো শীত গৃষ্ম কাল নেই যদিও। এর পরও আশা করি।
Think positive. :-)
"২% মারা যায় বলছেন কেন? আমি শুনেছি ১% এরও কম।"
সারা পৃথিবীতে এখন পর্যন্ত ১ লক্ষ আক্রান্ত, ৩ হাজার মৃত।
এখন হিসাব করেন।