ভাইরাস থেকে চোখ সরিয়ে অন্য কিছু এক্সপেরিয়েন্সের কথা বলি :
বিয়ের ক্ষেত্রে :
- যদি তবলিগি হন, তবে তবলিগের কোনো বড় মুরিব্বির মেয়ে বা ছেলেকে বিয়ে করবেন না।
- যদি জামাত করেন তবে বড় রোকোনের কোনো আত্মিয় পরিচয়ের কাউকে করবেন না।
- যদি পির মুরিদি হন, তবে নিজের পিরের কোনো আত্মিয়, মেয়ে বা ছেলেকে করবে না।
ব্যসিক্যলি যে দলেই থাকেন, সে দলের কোনো নেতার মেয়েকে বা নেতার ভাগিনা, বোনের মেয়ে এধরনের কোনো পরিচয়ে বিয়ে করলেই ঠকবেন।
বরং --
সাধারন কর্মিদের মাঝে সম্পর্ক খুজুন। মুরিদের মাঝে, বা কর্মিদের মাঝে। এখানে ভালো চরিত্র, ব্যবহার, পরিবার, সম্পর্ক পাবেন।
আরো যদি নিরাপদ থাকতে চান, তবে ভিন্ন দলের কোনো পরিবার খুজেন। নিজে "সহি" আকিদার হলে "হাক্কানিতে" খুজেন। বা "আযহারি" পন্থি হলে "সিদ্দিকিতে"। এখানে ভয় পাবার কিছু নেই। সলিড ফ্যমিলি পাবেন যদি সম্পর্ক আসে।
কিন্তু একেবারে আমার নিজের দলের পিরের মেয়ে, নেতার ভাগিনা, মুরুব্বির ছেলে এগুলো অধিকাংশই আফসোসের কারন হবে। দেখবেন যা ধারনা করেছিলেন তা না।