Post# 1583500693

6-Mar-2020 7:18 pm


হারাম শরিফে আজকে ফজরের নামাজের দৃশ্য।

এই? এই!
এখানেই ইমাম এখানে যে কয়জন মুসুল্লি? হ্যা।

মুসুল্লি বলতে পুলিশ আর ওয়ার্কার এই কয়েকজন? হ্যা।

আগের যুগের কাহিনী :

ইয়াউমুল হাররার পরে মদিনাতে। মসজিদে নববী খালি। আজান দেবার বা নামাজ পড়ার কেউ ছিলো না কয়েক সপ্তাহ পর্যন্ত। খাদেম বলেন আমি প্রতি ওয়াক্তে রওজা [ রাসুলুল্লাহ ﷺ এর কবরস্থান ] থেকে শুনতাম আজানের ধ্বনি আসতো। এর পর একা জামাত পড়তাম ঐ আজানে।

আল্লাহ তায়ালা আমাদের যেন তৈরি করেন। হিফাজত করেন।
জান্নাতের পথ দেখান।

6-Mar-2020 7:18 pm

Published
6-Mar-2020