ফেসবুকে দাবি : "মাতাফে তোয়াফ বন্ধ করা হয় নি। পরিষ্কার করার জন্য সাময়িক বন্ধ করা হয়েছে। ফেসবুক গুজব শুনে এগুলো প্রচার করবেন না। কিয়ামত পর্যন্ত তওয়াফ চলবে বন্ধ হবে না।"
^^^ উপরের কথাগুলো যারা বলছে তারা কিছুটা অজ্ঞতা, কিছুটা নিজেদের দল মতের কারনে সৌদি সরকারের পক্ষে প্রচারের দায়িত্ব নিয়ে বলছে।
সাময়িক বন্ধ মানে যতদিন এই করোনা ভাইরাস থাকে ততদিন পর্যন্ত। এটাকে যদি সাময়িক বলা যায়। তোয়াফ পূর্ন বন্ধ হয় নি। কিন্তু মাতাফ বন্ধ হয়েছে। সাফা মারওয়া সম্পূর্ন বন্ধ। রাতে মসজিদ এবং তোয়াফ সম্পূর্ন বন্ধ। রওজা মুবারক বন্ধ।
এখানে আরবিতে খবর :
https://www.spa.gov.sa/2043434