"ফাল ইয়াবুদু রাব্বা হাদাল বাইত" - সেই ঘর এখন বন্ধ।
অনেক কিছু হচ্ছে দুনিয়াতে। মাঝে মাঝে খারাপ জিনিস হলেও খুশি হই। কিন্তু এই ঘরে ইবাদত বন্ধ হয়ে যাওয়া অন্তর কাপিয়ে দেয়ার মতো অবহেলা মনে হয় আল্লাহর কাছে।
ইবাদতে এখন বেশি যত্নবান হবার সময়। কারন মূল ঘরে এখন হচ্ছে না। ওমরা বন্ধ। সায়ি বন্ধ। মাতাফে তোয়াফ বন্ধ, শুধু দোতালায়। দোতালাতেও তোয়াফ বন্ধ রাত্রি হলে। এতেকাফ বন্ধ।
"ওয়া আদ্দিন ফিন্নাছি বিল হাজ্জ" -- হজ্জের ডাক বন্ধ। সেই ডাক শুনে দুনিয়া থেকে মানুষ আসা বন্ধ।