Post# 1583434387

6-Mar-2020 12:53 am


ইতিহাস দেখছি আমরা :

ব্যসিক্যালি মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছে নামাজের সময় ছাড়া।

- মক্কাতে ওমরা একেবারেই বন্ধ। এমন কি মক্কা বাসিরাও করতে পারবে না।

  • সাফা মারওয়া সম্পূর্ন বন্ধ করে দেয়া হয়েছে। তাই সায়ি নেই ওমরা নেই।
  • তোয়াফের মূল জায়গা মাতাফ সম্পূর্ন বন্ধ থাকবে।
  • কেবল নামাজ পড়ানো হবে মসজিদের ভেতর। তাওয়াফের জায়গার থেকে বাইরে।
  • ইশার পরে মসজিদ বন্ধ করে দেয়া হবে। তখন কেউ থাকবে না।
  • আবার ফজরের আগে খুলবে।

    - মসজিদে নববিতে, রওজা সব সময় বন্ধ থাকবে।

  • পূরানো মসজিদের এলাকাও সবসময় বন্ধ থাকবে।
  • নামাজ দূরে হবে।
  • ইশার পরে বন্ধ আবার ফজরের আগে খুলবে।
  • বাকীর কবরস্থানও বন্ধ থাকবে।

    - জমজমের পানি নেয়া বন্ধ।

  • এতেকাফ বন্ধ।

    আমি যা বুঝেছি। এখন এর পর দেখেন ভিন্ন কিছু হয় কিনা।

    - তোয়াফ হয়তো পুরো বন্ধ হবে না, কারন মসজিদের ভেতর দোতলা দিয়ে করা যাবে। যখন মসজিদ খোলা থাকে।

    সোর্স এখানে
    https://www.spa.gov.sa/2043434

    6-Mar-2020 12:53 am

  • Published
    6-Mar-2020