ইতিহাস দেখছি আমরা :
ব্যসিক্যালি মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছে নামাজের সময় ছাড়া।
- মক্কাতে ওমরা একেবারেই বন্ধ। এমন কি মক্কা বাসিরাও করতে পারবে না।
সাফা মারওয়া সম্পূর্ন বন্ধ করে দেয়া হয়েছে। তাই সায়ি নেই ওমরা নেই।
তোয়াফের মূল জায়গা মাতাফ সম্পূর্ন বন্ধ থাকবে।
কেবল নামাজ পড়ানো হবে মসজিদের ভেতর। তাওয়াফের জায়গার থেকে বাইরে।
ইশার পরে মসজিদ বন্ধ করে দেয়া হবে। তখন কেউ থাকবে না।
আবার ফজরের আগে খুলবে।
- মসজিদে নববিতে, রওজা সব সময় বন্ধ থাকবে।
পূরানো মসজিদের এলাকাও সবসময় বন্ধ থাকবে।
নামাজ দূরে হবে।
ইশার পরে বন্ধ আবার ফজরের আগে খুলবে।
বাকীর কবরস্থানও বন্ধ থাকবে।
- জমজমের পানি নেয়া বন্ধ।
এতেকাফ বন্ধ।
আমি যা বুঝেছি। এখন এর পর দেখেন ভিন্ন কিছু হয় কিনা।
- তোয়াফ হয়তো পুরো বন্ধ হবে না, কারন মসজিদের ভেতর দোতলা দিয়ে করা যাবে। যখন মসজিদ খোলা থাকে।
সোর্স এখানে
https://www.spa.gov.sa/2043434
6-Mar-2020 12:53 am