Post# 1583399337

5-Mar-2020 3:08 pm


কাজী ইব্রাহিম সাহেবের একটা স্বপ্ন বর্ননা করোনাভাইরাস নিয়ে যেটা এখন ফেসবুকে ভাইরাল এবং ট্রল হচ্ছে।

লিংক কমেন্টে। ব্যসিক্যলি উনি বলছেন করোনা ভাইরাস পৃথিবীতে এসেছে ২৩ অক্টোবর, ২০১৯ এ, চীনের এক নির্যাতিত মুসলিমের আর্তনাদে।

এবং চীনা আর অন্য দেশের মুসলিমদের মাঝে পার্থক্য সেটাই যেটা আমি তখনো বলছিলাম : বাকি সব দেশের মুসলিমদের জন্য সহমর্মিতার লোক আছে। চীনাদের জন্য কেউ নেই।

এই বর্ননায় আমি সমস্যা দেখি না। শুনে বিভ্রান্ত হবার তেমন কারন নেই। এই ছাড়া যে ইব্রাহিম সাহেব "আমাদের দলের" লোক না।

কিন্তু আমার মতো #মডারেট_মোজলেম -দের কাছে দল বড় কিছু না।

5-Mar-2020 3:08 pm

Published
5-Mar-2020