খবর : "শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটল"
খবরের টাইটেল পড়ে কিছুটা খুশিই হয়েছিলাম, যাক সমস্যা শুধু আমাদের মাদ্রাসাতেই না স্কুলেও একই সমস্যা। মানে এটা জাতিগত সমস্যা। কেবল মাদ্রাসা কেন্দ্রিক কিছু না।
এর পর ডিটেলস পড়লাম : "হাফিজিয়া মাদ্রাসার শিশুটির বাবা বুলবুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার এই শিশুসন্তানকে বছরখানেক আগেও এক শিক্ষক মারধর করেছিলেন। পরে মাদ্রাসায় অভিযোগ দিলে সালিস বসিয়ে মীমাংসা করা হয়। আবারও আমার সন্তান রিফাতকে মেরে কান ফাটিয়ে দিয়েছেন মুহতামিম আমিরুল ইসলাম। আমি তাঁর বিচার চাই।’"
আমি এই পৌরষহীন বাপের বিচার চাই আগে। যে নিজের ছেলেকে রক্ষা করতে পারে না। এবিউজারদের হাতে তুলে দেয়। এর পর দ্বারে দ্বারে কান্না করে ফিরে যেন সে ভিকটম।
এর পর? সে মনে করে "আমি সোয়াবের কাজ করেছি। তবুও আমার এমন হচ্ছে কেন?"