Post# 1583086241

2-Mar-2020 12:10 am


কিন্তু পথ শুধু বিজয়ের না। পরাজয়েরও।

১০০০ হিজরির দিকে শাফিদের ইমাম সুয়ুতি এগুলো নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে গিয়েছিলেন। উনি একটা বই লিখেছিলেন "আল কাউলুল মুখতাসির ফি আলামাতিল মাহদিল মুনতাজার" সেখানে আসার আগের "আলামত" গুলো পয়েন্ট আকারে লিখেছিলেন সংক্ষেপে সমস্ত যত কিতাব আছে সেগুলো থেকে টুকে খুজে বের করে মিলিয়ে।

উনি বলেছেন খুরাসানিরা জেরুজালেম বিজয়ের পথে প্রথমে পরাজিত হবে। এর পর পাহাড়ে ময়দানে ছড়িয়ে পড়বে। এর পর তাদের একত্রিত করে আবার আক্রমন করে জেরুজালেম বিজয় হবে। বইটার শুধু আরবি আছে নেটে পিডিএফ।

নুয়াইম বিন হাম্মাদের আল ফিতানে লিখা আছে জেরুজালেম বিজয়ের পরে কালো পতাকাবাহিরা তুরস্ক আক্রমন করতে যাবে কিন্তু তুরষ্ক বিজয়ের আগে পথে পরাজিত হবে।

তাই সমান পরাজয়ের জন্যও তৈরি থাকি। মূল ঘটনা বলা আছে। ডিটেলস জানা নেই। ঘটনা ভিন্ন ভাবে হতে পারে।

2-Mar-2020 12:10 am

Published
2-Mar-2020