Post# 1583070658

1-Mar-2020 7:50 pm


FAQ : "আপনি ঘরে বসে বসে দেখতে থাকেন। আমরা যুদ্ধ করছি।"

ভাইরে এই একই কথা গত দশকের মানহাজিরাও আমাকে বলতো, আপনি দেখেন আমরা করি। এখন ১০ বছর পরের পরিনতি হলো, আমি শুধু দেখছিলাম বলে আল্লাহর রহমতে বেচে গিয়েছি। আর দেখার বদলে যারা কাজ করছিলো তাদেরকে সবাই এখন বলছে খা__। কিছু না দেখে থাকতে পারলে আরো ভালো, কিন্তু সেটা আমি করতে পারি নি। এখনো পারছি না। নেশার মতো চোখ লেগে থাকে।

দ্বিতীয় কথা এখন বাংলাদেশের সবাই ঘরেই বসে আছে। আমি হই বা আপনি। তবে মন কারো ময়দানে কারো ঘরে।

এটা এমন বড় কোনো পার্থক্য না যে এর উপর নির্ভর করে "আমি হক আপনি বাতেল" কংক্লুশনে চলে আসা যায়।

আল্লাহ তায়ালা আমাকে আপনাকে ক্ষমা করুন।

জাজাকাল্লাহ।

রিলেটেড : "হকের দাওয়াত কেন আমি গ্রহন করি না"
https://www.facebook.com/habib.dhaka/posts/10156881130128176

1-Mar-2020 7:50 pm

Published
1-Mar-2020