Post# 1583063712

1-Mar-2020 5:55 pm


[ কাছের মানুষদের জন্য ]

সামনের দশকে সবচেয়ে বড় চ্যলেঞ্জ হবে ঈমান বাচিয়ে চলা। মানুষ এমন সব জিনিস দেখবে যে সে ঈমান হারিয়ে ফেলবে। অন্ততঃ কিতাবে তাই বলা আছে।

কিছু সম্ভাব্য উদাহরন :

- হক পন্থিদের পরাজয়। সে দ্বিধায় পড়ে যাবে এমন হক পন্থিদের এমন শোচনীয় লজ্জাজনক পরাজয় হতেই পারে না।

- যাদেরকে উপর সে আস্থা বিশ্বাস রেখে ঈমান নিয়ে চলতো তারা মিথ্যাবাদি প্রমানিত হওয়া। সে দ্বিধায় পড়ে যাবে কোনটা সত্য।

- শত্রুদের উত্থান। এত উত্থান যে দ্বিধায় পড়ে যাবে আল্লাহ তায়ালা কেন উনার ওয়াদা মতো তাদের পতন ঘটাচ্ছে না।

- প্রচন্ড বিপদ, কষ্ট, অভাব, রোগ, মৃত্যু। সে বিশ্বাস নিয়ে চলবে এই করলে বা পড়লে এটা দূর হবে কিন্তু তার পরও দেখবে প্রচন্ড কষ্ট পাচ্ছে যার থেকে মৃত্যু হয়তো ভালো ছিলো।

নিজের বিশ্বাসকে আকড়িয়ে থাকার সময়। যে এটা আর কিছুর উপর নির্ভরশিল না।

1-Mar-2020 5:55 pm

Published
1-Mar-2020