আমল :
১
নামাজের আগে ৫-৬ মিনিট সময় নিলে ৪ পৃষ্ঠা কোরআন শরিফ পড়ে ফেলা যায়। নিয়মিত করলে, মানে নামাজের আগে গিয়ে পড়া বা দেরি হলে অবশ্যই পরে, তবে ৫ ওয়াক্ত নামাজে দিনে ১ পারা হবে।
শর্ত,
মুখস্তের জায়গা থেকে পড়তে হবে, রিভিউ।
পকেটের মোবাইলে কোরআন থাকতে হবে।
২
নামাজের গুরুত্ব ওজিফার থেকে বেশি। ওজিফা পড়তে হবে জামাতে নামাজ পড়ার পরে। ফজর বা আসরের নামাজ মসজিদে না পড়লে ঐ সময়ের ওজিফা নেই। ওজিফা তরক হবে।
ওজিফা অর্থ প্রতিদিন যে তসবিহ দোয়া নিয়ম করে পড়া হয়।