Post# 1582970147

29-Feb-2020 3:55 pm


আমল :


নামাজের আগে ৫-৬ মিনিট সময় নিলে ৪ পৃষ্ঠা কোরআন শরিফ পড়ে ফেলা যায়। নিয়মিত করলে, মানে নামাজের আগে গিয়ে পড়া বা দেরি হলে অবশ্যই পরে, তবে ৫ ওয়াক্ত নামাজে দিনে ১ পারা হবে।

শর্ত,
মুখস্তের জায়গা থেকে পড়তে হবে, রিভিউ।
পকেটের মোবাইলে কোরআন থাকতে হবে।


নামাজের গুরুত্ব ওজিফার থেকে বেশি। ওজিফা পড়তে হবে জামাতে নামাজ পড়ার পরে। ফজর বা আসরের নামাজ মসজিদে না পড়লে ঐ সময়ের ওজিফা নেই। ওজিফা তরক হবে।

ওজিফা অর্থ প্রতিদিন যে তসবিহ দোয়া নিয়ম করে পড়া হয়।

29-Feb-2020 3:55 pm

Published
29-Feb-2020