হজ্জের মাসলা :
"আমি হজ্জের একটা বই পড়েছি, মাসলা শেখা হয়েছে নিশ্চই?"
না। বরং আপনি নিয়ম শিখেছেন কিছু। মাসলা হলো নিয়মগুলো যদি পালন করতে না পারেন ভিড়ের জন্য, অসুস্থতার জন্য, দেরির জন্য বা অন্য কোনো কারনে তবে কি করতে হবে সেটার বিস্তারিত বর্ননা।
"মাসলা আমি আমার কাফেলার সর্দারকে জিজ্ঞাসা করে জেনে নিতে পারবো। উনি আলেম। আমাকে বলেছে কোনো চিন্তা নেই।"
হজ্জের কাফেলার সর্দাররা হজ্জের মাসলা পড়ে না। জানে না। জানলেও নিজের কাফেলার হাজ্জিদের জন্য সহজ করে দেয়। কারন হাজ্জির জন্য কঠিন হলে তার জন্যও পরিশ্রম বেশি।
"তবে অন্য কোনো আলেমকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে, ঠিক?"
নিয়মিত হজ্জ করে এবং কিতাবের সাথে সম্পর্ক আছে এমন আলেম কেবল হজ্জের মাসলা জানেন। বাকিরা জানেন না। আমার এক্সপেরিয়েন্স থেকে দেখা। কারন সব মনে থাকে না। এবং এই মাসলাগুলো প্রতিদিন কাজে লাগে না বলে। এবং এই সমস্যাটা হবে যে সব পয়েন্টে আপনি সমস্যায় পড়বেন ঠিক সেই পয়েন্টগুলো নিয়ে। অন্য কিছু নিয়ে না।
নিয়মতি হজ্জের কাজে সমস্যা নেই।
"তবে কি করতে হবে?"
প্রতিবার হজ্জের ঠিক আগে এক মাস সময় নিয়ে এই বইটা পড়ে নিন। বইটা মোটা অনেক কথা। সময় লাগবে পড়ে শেষ করতে। নিজে জেনে রাখুন। এর পর আলেমদের থেকে ভেরিফাই করুন। যদি দেখেন কিতাবে স্পষ্ট করে বলা আছে, কিন্তু আলেমের কথা শুনে মনে হচ্ছে উনি নিশ্চিৎ না, কিন্তু এর পরও জোর গলায় বলছেন "এটা না ওটা" তবে কিতাবেরটা অনুসরন করুন। উনার কথা না।
https://www.rokomari.com/book/42312/hajj-o-masayel