Post# 1582911577

28-Feb-2020 11:39 pm


এহরাম বেধে ওমরা না করতে পারলে :

আমি এয়ারপোর্ট বা বাসা থেকে ওমরার এহরাম বেধে যাবার সময় দেখি সৌদি ওমরা ব্লক করে দিয়েছে। এখন কি করবো?

জিনিসটা কমপ্লেক্স। এখন এহরামের কাপড় খুলে যদি বলি "আমি আর এখন মুহরেম না" "এহরাম ভেঙ্গে ফেলেছি" তবে এহরাম ভাঙ্গা হবে না। বরং এহরাম বিরোধী প্রতিটা কাজের জন্য কাফফারা জরিমানা গুনাহ বাড়বে।

এ কারনে নিজের বাসায় বা এয়ার পোর্টে বা ফ্লাইটের আগেও এহরাম বাধতে হয় না। বাধতে হয় একেবারে প্লেন যখন মিকাতের কাছে যায় এবং ঘোষনা দেয় "সবাই এহরাম বাধেন" সেই সময়। সব প্লেনেই এই ঘোষনা দেয়।

সেটা করতে না পারলে কমপক্ষে প্লেন টেকঅফের করার পরে। নিশ্চিৎ হলাম প্লেন রওনা দিচ্ছে। আগে থেকে কাপড় পড়ে থাকলে সমস্যা নেই। শুধু নিয়ত করে তলবিয়া পড়লে এহরাম বাধা হবে।

এহরাম বাধার সাথে এহরামের কাপড় পড়া বা খুলার সম্পর্ক নেই। যে এহরামের কাপড় খুললেই এহরাম ভেঙ্গে যাবে।

আর যারা এহরাম বেধে এখন করতে পারছে না? তাদের একটা কমপ্লেক্স প্রোসেসের ভেতর দিয়ে যেতে হবে। আলেমদের থেকে জেনে নিবেন। আলেমরা বলতে না পারলে কিতাবে দেখে নিবেন। "হজ্জ ও মাসাইল" নামে একটা মোটা বই আছে হানাফিদের জন্য।

সংক্ষেপে : কিছু শর্ত সাপেক্ষে একটা ছাগল কোরবানি দিতে হবে এর পর মাথা চাছতে হবে মক্কায় না গিয়েই। তবে এহরাম মুক্ত।

    Comments:
  • এই বইটা সম্পুর্ন পড়ে এর পর হজ্জ ওমরায় গেলে "জেনে" যাওয়া হবে ইনশাল্লাহ।
    https://www.rokomari.com/book/42312/hajj-o-masayel
    https://www.rokomari.com/book/42312/hajj-o-masayel
  • ^ হানাফি ফিকাহ অনুসারে এটা।

28-Feb-2020 11:39 pm

Published
28-Feb-2020